বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

দাউদকান্দি(কুমিল্লা) , ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : দাউদকান্দিতে অবৈধ অস্ত্রসহ গিয়াস উদ্দিন ও বিল্লাল হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জিংলাতুলি রায়পুর থেকে তাদেরকে করা হয়। আটককৃত গিয়াস উদ্দিন রায়পুর গ্রামের মইজ উদ্দিন মজিদের ছেলে এবং বিল্লাল হোসেন জিংলাতুলি গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে । পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ দশ রাউন্ড গুলি উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার (তদন্ত) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল ও এএসআই আমির সংঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে দাউদকান্দির রায়পুর গ্রামের অ্যালায়েন্স প্রজেক্ট এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গিয়াস উদ্দীন ও বিল্লাল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় আরো ৩টি মামলা রয়েছে।

এবিএন/ জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত