![শেরপুরে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/sherpur_abnews24_127246.jpg)
শেরপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ :শেরপুরে ধানক্ষেত থেকে মাহবুবুল আলম রাজু (২৮) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার শহরের দীঘারপাড়ের একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজু শহরের শেখহাটি এলাকার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে এবং শহর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের ছোট ভাই। শেখহাটিতে রাজুর রড সিমেন্টের একটি দোকান রয়েছে।
শেরপুরে সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ধানক্ষেত থেকে ব্যবসায়ী রাজুর গলা কাটা মরদেহ উদ্ধার করে। পরে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ