বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
খুরশীদ আনোয়ার’র কবিতা

শাদা চুল, কালো অন্তর

শাদা চুল, কালো অন্তর

শাদা চুল, কালো অন্তর

খুরশীদ আনোয়ার

বউ ঘ্যান ঘ্যান রাত দিন বলেই চলেছে

নক্ষত্রের ফলন ভালোই হয়েছে তোমার

চুলে! মেয়েটাও কম নয়, রাতারাতি

শাদা চুলে অমাবস্যা নামাতে চায়।

এখানে আবার বয়সের প্রকাশ্য সমস্যা

ঘোর কালো বেমানান ঢিলেঢালা

আননের ত্বকে।

যারা টেকো তাদের প্রভূত সুবিধা

সারা দেশে চুল গজাবার কারখানা

বসেছে বেসুমার।

গোদরেজ রয়েছে বলেই মানুষেরা খুব কালো

করছে চুল। দিন দিন কমিয়ে রাখছে

বয়স। কেউ কেউ আবার অবিশ্বাস্য লাল

হয়ে উঠছে মেহেদির মূলারিষ্টে।

কি‘ ভালো ভালো লোক যার যার কালো

অন্তরগুলো একবারও শাদা করছে না..

(সংগৃহীত)

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত