![সিলেটে যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/lash-uddar_127481.jpg)
সিলেট, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেট নগরীর সুবিদবাজার থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত শিমুল দেব (৩২) সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন জানান, শনিবার রাত ২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে ওই যুবকের লাশ পাওয়া যায়। ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত ও জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
তার লাশ সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ