![চট্টগ্রামে গুলিবিদ্ধ ২ ছিনতাইকারী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/bandukjuddo-3_127661.jpg)
চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চট্টগ্রাম নগরে এমইএস কলেজের সামনে ব্রিটিশ নাগরিক ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আরও ২ ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে ছে পুলিশ।
তাদের পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের কাছ থেকে গত ২১ ফেব্রুয়ারি ছিনতাই হওয়া এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ব্রিটিশ শিক্ষকের ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির বলেন, রাতে আমাদের কাছে সংবাদ আসে, রেল লাইনের ধারে একটি জুয়ার আসরে বসেছে একদল ছিনতাইকারী। সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও শেখ ফরিদ ও মো. ইউসুফ নামে দুই ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের বক্তব্যের ভিত্তিতে কদমতলী এলাকায় ফরিদের বাসা থেকে ক্যামেরাটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালক ব্রিটিশ নাগরিক জুলিয়া ডেভিস গত ২১ ফেব্রুয়ারি তার বাবাকে নিয়ে রিকশায় করে যাওয়ার সময় জাকির হোসেন রোডে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় গত শনিবার টাইগার পাস এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল। সোমবার ভোরে আরও ২ জনকে গ্রেফতার করার পর জুলিয়া ডেভিসের ক্যামেরা উদ্ধারের খবর দিল পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি কিরিচ, একটি দেশি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ