![দৌলতপুরে শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/shishu-dhorshon-chesta-abn_127690.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে ৮ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ঐ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নির্যাতনকারী লম্পটকে আটক করেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা বাজার সংলগ্ন এক দিনমজুরের কন্যা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৮) উপজেলা আবাসিক কোয়াটারের পরিত্যক্ত ভবনের পিছনে আমগাছের পাতা কুড়াচ্ছিল।
এ সময় দৌলতপুর কলেজপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে ফয়সাল (১৬) তাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধর্ষিতা চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল তাকে মারপিট করে ডানহাত ভেঙে দেয় এবং গলা টিপে হত্যার চেষ্টা করলে ধর্ষিত ঐ শিশু জ্ঞান হারিয়ে ফেললে ফয়সাল পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডাঃ অরবিন্দু পাল জানান, মেয়েটি ডান হাত ভাঙাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিন্থ পাওয়া গেছে। বিষয়টি অবগত হওয়ার পর দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌফিকুর রহমানের তৎপরতায় পুলিশ তাৎক্ষনিক লম্পট ফয়সালকে আটক করে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি