![সেনবাগে বিধবাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/rape-4_127692.jpg)
সেনবাগ (নোয়াখালী), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সেনবাগের ছাতারপাইয়ায় বিধবা গণধর্ষণের ঘটনায় সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে রুবেল (২৩) ও নুর নবী (৪৪) নামের দুই ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এসআই রফিকও এ.এস.আই সাহিদুল ইসলাম ছাতারপাইয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন। এছাড়া প্রহসনমূলক বিচারকের প্রধান সালিশদার মাছ কাশেমকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টায় দুই ধর্ষণকারীকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী।
তিনি বলেন, ঘটনার মূলহোতা সেলিমকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/এমসি