![পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/27/pathor_127797.jpg)
সিলেট, ২৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে গর্ত ধসে মাটিচাপায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ঘটনার পরপর আটক কোয়ারির লেবার সর্দার আবদুর রউফকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ৫ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৩ সদস্যের ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ২ সদস্যের কমিটি গঠন করা হয়।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে কোম্পানীগঞ্জ সার্কেল এএসপি মতিয়ার রহমানকে রাখা হয়েছে। তারা ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
এ ছাড়া জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি মো. আশরাফুল আলমকে রাখা হয়েছে। এই তদন্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এডিসি (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গতকাল সোমবার বিকাল পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ