শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চুনারুঘাট বাজার কমিটির সভাপতিকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট বাজার কমিটির সভাপতিকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট বাজার কমিটির সভাপতিকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ, ০১ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাজার কমিটির সভাপতি আবুল হোসেন আকল মিয়া (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে আকল মিয়া চুনারুঘাট উপজেলার বাল্লা রেল গেইটের বাসা থেকে ফজরের নামাযের জন্য বের হন। নামায শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

তার চিৎকারে লোকজন এগিয়ে এসে প্রথমে চুনারুঘাট হাসপাতালে ও পরে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যুুবর করেন। তার মৃত্যুর সংবাদ শুনে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে ও প্রতিবাদ সভা করেন।

এত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, মাওলানা মোশাহিদ আলী প্রমূখ। শহরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত