![মাটির ঘ্রাণ মাটিতে প্রাণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/kobita-abnews_128167.jpg)
মাটির ঘ্রাণ মাটিতে প্রাণ
সাঈদুল আরেফিন
আবারো বসন্ত এসেছে সীমান্তে, কাক ডাকা ভোরেই
জেগে ওঠে চেতনার নতুন ফসল। পলাশের বনে ফেব্রুয়ারির
মধ্য দুপুর পেরিয়ে যায় আঁকা বাঁকা পথে। শব্দ তরঙ্গে
সটান বুক উঁচু করে দাঁড়ায় মিছিল, প্রত্যাবর্তনের জোয়ারে
ভাসে মা ভাষা বছর বছর, অলংকৃত হয় নানা অবয়বে
কালোয় কালোয় ঢেকে যায় আকাশ গোধুলির রঙ,
বেলা দ্বিপ্রহর পেরিয়ে এসেও। ক্রমে ক্রমে
ভাষাহতের দাবি ম্রিয়মান হয়ে আসে। মেঘ ভাঙা রোদ
ডিঙিয়ে আগন্তুক ছুটে চলে বেদিতে। ফুলেরা লজ্জায় নত হয়
আজো। রক্ত ক্ষরণের বাংলায় ভুলে যাওয়ার মিছিল
হয়েছে দীর্ঘ আরো। প্রথম একুশের যাত্রীরা
ডানা মেলে পাড়ি জমিয়েছে অজানা উপত্যকায়। যেখানে
এখনো পাই প্রতিচ্ছবি রক্ত আখর একাত্তর, আন্দোলন
মুখর বিজয়ের বার্তা মাটির ঘ্রাণে, মাটিতেই প্রাণ
তোমাতেই দেখি স্বপ্ন একুশ নতুন উদ্দীপনায়।
(সংগৃহীত)