শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মাদারীপুরে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৫

মাদারীপুরে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৫

মাদারীপুরে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৫

মাদারীপুর, ০২ মার্চ, এবিনিউজ : মাদারীপুরে পৃথক অভিযানে ৬৭৪ বোতল ফেনসিডিল, ১২ কেজি গাজা ও ৩১৫ পিস ইয়াবাসহ গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শরীয়তপুরের গোসাইরহাট থানার রানীসাগর গ্রামের মো. মোতালেবেল ছেলে মো. শাহিদ (৩৩) ও চরকান্দি গ্রামের নওকূড়ি মাতবরের ছেলে শওকত মাদবর (৪৫)। যশোরের বেনাপোল থানার পূটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে আলমগীর হোসেন (২৭)। ফরিদপুরের ভাঙ্গা থানার গোপীনাথপুর গ্রামের রজব আলীর ছেলে মোমরেজ মাতবর (৪০) ও চুমুরদী এলাকার বারেক শেখের ছেলে সোহেল শেখ (২৬)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর র‌্যাব ৮ ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ জানানো হয়, মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেনসিডিল নিয়ে একটি কাভার্ড ভ্যান যশোরের যাচ্ছিল। র‌্যাবের সদস্যরা ওই কাভার্ড ভ্যানটি সন্দেহে তল্লাসি চালিয়ে চালকের সিটের নিচে রাখা তিনটি বস্তা থেকে ৬৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় কাভার্ড ভ্যানের চালক আলমগীর ও সহকারী মো. শহিদকে আটক করা হয়।

অন্যদিকে গত রবিবার মধ্য রাতে র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতেরাত ১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থানার খাড়াকান্দি বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোমরেজ নামে একজন যুবককে আটক করে ।

ব্রিফিং আরো জানানো হয় শরীয়তপুরের জাজিরা থেকে ২২৩ পিস ইয়াবাসহ শওকত ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাসস্টাড থেকে ৯২ পিস ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়।

র‌্যাব-৮’ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার( অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ তাইজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। যেখানে মাদক সেবন ও মাদক বেচাকেনা হচ্ছে সেখানেই আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/ সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত