![বিএনপি আমলে দেশে কোন উন্নয়ন হয়নি: নৌপরিবহন মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/shajahan-khan_128291.jpg)
ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিগত বিএনপি শাসনামলে দেশে কোন উন্নয়ন হয়নি, যা হয়েছে তা লুটপাট।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে মাত্র নয়বছরে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে এবং তা অব্যাহত আছে। দেশে অসংখ্য বেড়ী বাঁধ নির্মাণসহ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়েছে। ফলে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাচ্ছে সাধারণ মানুষ’।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে জেলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন ও বাজার সংস্কার কাজের উদ্বোধন এবং লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এবিএন/জনি/জসিম/জেডি