শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ধর্মপাশায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা (সুনামগঞ্জ) , ০৪ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশায় গাঁজাসহ শাহ আলম (২৭) নামের এক যুবকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার রাতে ধর্মপাশা উপজেলার বংশীকুশা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ জানান উপজেলার বংশীকুশা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। পুলিশও তাকে ধরার চেষ্টা চালিয়ে আসছিল। পরে শ্রীপুর গ্রামের নিজ বসত ঘরে গোপনে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে পুলিশ তার নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাসী করে পলিথিনে মোড়ানো একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, ওইদিন রাতেই শাহ আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/মোঃ ইমাম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত