শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হামলাকারী ফয়জুলের চাচা ও মামা আটক

হামলাকারী ফয়জুলের চাচা ও মামা আটক

সিলেট, ০৪ মার্চ, এবিনিউজ : অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুলের চাচা আবুল কাহার লুলই ও তার মামা সুনামগঞ্জ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জের দিরাই এবং সিলেটে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ র‌্যাব জানায়, হামলাকারী ফয়জুলের গ্রামের বাড়ি দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে রবিবার ভোরে তার চাচা আবুল কাহার লুলইকে আটক করা হয়।

র‌্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফয়সল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লুলইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অপরদিকে, হামলাকারী ফয়জুলের মামা ফয়জুর রহমানকে তার সিলেটের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর শাহনাজ বেগম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা কৃষকলীগের অপর যুগ্ম আহ্বায়ক বিন্দু তালুকদার ফয়জুর রহমানের আটকের বিষয়টি জানিয়েছেন।

আটক ফয়জুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শেরপুর গ্রামে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়।

আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্তষ পরীক্ষা-নিরীক্ষা করার পর রোববার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত