শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশকে সাতটি প্রদেশে বিভক্ত করবে: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশকে সাতটি প্রদেশে বিভক্ত করবে: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশকে সাতটি প্রদেশে বিভক্ত করবে: এরশাদ

রংপুর, ০৪ মার্চ, এবিনিউজ : সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশকে সাতটি প্রদেশে বিভক্ত করবে । দেশের মানুষের উন্নয়ন করা হবে। তিনি বলেন, প্রদেশ ছাড়া বাংলাদেশে কোনভাবেই সম-উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশকে মালয়েশিয়ার মতো উন্নয়ন করতে হলে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

আজ রবিবার তিনি রংপুরের মিঠাপুকুরের জায়গীরগাটে এসএ এগ্রো ফিড লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত