শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • রংপুরে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুর, ০৫ মার্চ, এবিনিউজ : রংপুরের পীরগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদারপুর গ্রামে ভোর ৪টার দিকে পিকআপভ্যানে করে অজ্ঞাত পরিচয় ৩ যুবক আসে। সস্প্রতি শতাধিক গরু চুরি হওয়ায় এলাকাবাসী গ্রামের পাহারা বসিয়েছিল। ওই ৩ জনকে গরুচোর সন্দেহে ধরে পিটুনি এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত