![নবাবগঞ্জের পল্লীতে ইয়াবাসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/atok-abn-yaba_128609.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৫ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের র্যাব-১৩ সদস্যরা অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পূর্ব সাকোপাড়া গ্রাম থেকে ১৫৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার দুপুরে উপরোক্ত গ্রামের মৃত খলিলের পুত্র মো. রফিকুলের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ১৫৭০ পিস ইয়াবা, ১টি মটর সাইকেল ও নগদ ৪১৫ টাকাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- হাকিমপুর উপজেলার চকচকা গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র মো. ছামাদ আলী ওরফে পচা (৪২) এবং একই গ্রামের মৃত আতোয়ার রহমানের পুত্র মো. গোলাম রব্বানী ওরফে মিলন (৩৫)।
আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি