বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ০৬ মার্চ ২০১৮

আজকের দিনের ইতিহাস: ০৬ মার্চ ২০১৮

ঢাকা, ০৬ মার্চ, এবিনিউজ : আজ ২২ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ এবং ০৬ মার্চ ২০১৮, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এবিনিউজের সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১২৫২ সালের এই দিনে ইতালির সাধু রোজের জন্ম।

  • ১৪৫৯ সালের এই দিনে জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকবের জন্ম।

  • ১৪৭৫ সালের এই দিনে ইতালির চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলোর জন্ম।

  • ১৫০৮ দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জন্ম।

  • ১৫২২ সালের এই দিনে জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দ্বিতীয় বারের মত বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।

  • ১৭৭৪ সালের এই দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

  • ১৭৭৫ সালের এই দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।

  • ১৭৮৭ সালের এই দিনে একজন জার্মান আলোকবিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফার জন্মগ্রহন করেন।

  • ১৭৯৯ সালের এই দিনে নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।

  • ১৮০৬ সালের এই দিনে ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিংয়ের জন্ম।

  • ১৮১২ সালের এই দিনে কবি-সম্পাদক ঈশ্বর গুপ্তের জন্ম।

  • ১৮৩৬ সালের এই দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।

  • ১৮৯৯ সালের এই দিনে ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন।

  • ১৯০০ সালের এই দিনে জার্মান আবিস্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।

  • ১৯০০ সালের এই দিনে ইংরেজ রসায়নবিদ জন ডালটনের মৃত্যু।

  • ১৯০২ সালের এই দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।

  • ১৯২৮ সালের এই দিনে কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজের জন্ম।

  • ১৯৩০ সালের এই দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।

  • ১৯৪৪ সালের এই দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।

  • ১৯৫৬ সালের এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।

  • ১৯৫৭ সালের এই দিনে ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।

  • ১৯৬২ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী অম্বিকা চক্রবর্তীর মৃত্যু।

  • ১৯৭১ সালের এই দিনে মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাকের মৃত্যু।

  • ১৯৭৪ সালের এই দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

  • ১৯৭৫ সালের এই দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

  • ১৯৯৯ সালের এই দিনে যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত