শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর, ০৬ মার্চ, এবিনিউজ : চাঁদপুরে আলোচিত পারভীন হত্যা ও ধর্ষণ মামলায় সিরিয়াল খুনি রসু খাঁসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু আদালতের বিচারক আবদুল মান্নান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন রসু খাঁর ভাগনে জহিরুল ইসলাম ও তার সহযোগী ইউনুছ। তাদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে।

রসু খাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সাতটি, হত্যার অভিযোগে দুটি এবং হত্যা ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়। এর মধ্যে দুটি হত্যা মামলায় একটিতে তাকে মৃত্যুদণ্ড ও আরেকটিতে খালাস দেওয়া হয়।

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সায়েদুল ইসলাম জানান, ২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত পারভীন হত্যা মামলায় এ রায় দেয়া হয়। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনি (রসু খাঁ) বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয়েছে আজ।

তিনি জানান, পোশাককর্মী পারভীনকে প্রেমের ফাঁদে ফেলে রসু খাঁ ফরিদগঞ্জ উপজেলার খালপাড়ে নির্জন স্থান নিয়ে হত্যা করেন।

চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালবাসায় হেরে গিয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হন। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার রোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। তার টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তারা প্রত্যেকে ছিলেন পোশাককর্মী।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত