![দাউদকান্দিতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/daudkandi-atok_128859.jpg)
দাউদকান্দি, ০৬ মার্চ, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দিতে প্রায় দেড় হাজার পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গোপচর গ্রামের সালাম ভূইয়ার বসতবাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো ওই গ্রামের মনির হোসেনের ছেলে নাঈম ইসলাম(১৮), আব্দুস সালাম ভূইয়ার ছেলে মেহেদি হাসান(২৬), গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের আলী আশরাফের ছেলে মামুন মিয়া(১৯) ও তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের কবির মিয়ার ছেলে রবিন(২০)। পুলিশ তাদের কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ এক হাজার ৩’শ সাত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ এস এম আব্দুন নুর এর নেতৃত্বে এসআই শহিদুর ও এসএসআই সোহেলসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে আজ দুপুরে উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গোপচর গ্রামের সালাম ভূইয়ার বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দাউদকান্দি ও তিতাস উপজেলায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর