
শালিক
আহসানুল হক
আমার বুকের ঝুল বারান্দায়
একসময় প্রতিদিন ছিটাতাম আমি মানবিক খাদ্যকণা
হলুদাভ ওজ্জ্বল এক মসৃণ শালিক
উড়ে এসে বসতো সেখানে প্রতিদিন, রোজ
স্বাচ্ছন্দ্যে খেয়ে যেতো আমার ছিটানো ভালোবাসা
বুকের তরল, বিশ্বাস পারদ, স্বপ্ন ঝিলিক
এভাবেই শালিকটির প্রতি
জমে যায় আমার সহস্র ফ্যাদম গভীর মমতা
এভাবেই শালিকটি হয়ে ওঠে
আমার শ্রেষ্ঠ নিখুঁত শৈল্পিক কবিতা!
একদিন হঠাৎ শালিকটা উড়াল দিলো
দূর আকাশের নীলে
সেই থেকে আমি আফ্রিকার তৃষ্ণার্ত সাহারা
সেই থেকে পৃথিবীর সব মানবিক পাড়ায়
সার্চ লাইট চোখে খুঁজে বেড়িয়েছি আমি
শালিকের স্মৃতি, ঝরা পালক, শব্দস্ফুরা, পরীরী ঘ্রাণ
একদিন দেখি শালিকটি বসে আছে
অন্য এক বুকের বারান্দায়
ভিন্ন স্বাদে গিলছে অন্য কারো মানবিক খাদ্যণ্ড
আমাকে দ্যাখে ঝাপটায়নি সে একবারো প্রেমজ ডানা
য্যানো আমি দ্রাবিড়–নিষাদ, তার আজন্ম অচেনা,
সেই থেকে আমার বুকে বাজে কেবল বেদন বাদ্য!
(সংগৃহীত)
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি