বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া, ০৭ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসআইসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের একটি চালান উদ্ধারের পর আত্মসাতের অভিযোগ উঠেছিল।

৬ পুলিশ সদস্য হলেন কসবা থানার উপপরিদর্শক শ্যামল মজুমদার ও মনির হোসেন, সহকারী উপপরিদর্শক ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে মাদকসহ দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এতে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। মাদক চালান উদ্ধার হওয়ার পর ওই ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। পরে সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে এ ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত