
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) , ০৭ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হতে মাদক সহ ৪ জন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
থানার এসআই আসগর আলী কলিগাঁও গ্রামের হযরত আলী’র পুত্র দবিরুল ইসলাম (২৮) কে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এসআই তারেকুল সন্ধারই মীরডাঙ্গী এলাকা হতে ২৫ পিচ ইয়াবা সহ দবিরুল ইসলামের পুত্র সইদুল (৪৩) কে গ্রেফতার করে। এএসআই রাসেদ ১৫ পুড়িয়া গাঁজা সহ মীরডাঙ্গী এলাকার আঃ রহমানের পুত্র আশরাফুল কে ও এএসআই শাহাদৎ হাড়িয়া গ্রামের শুকুর উদ্দীনের পুত্র মিলন আলী (২৩) কে ১২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে মাদক দ্রব্য আইনে থানায় মামলা করে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্তদের বুধবার ঠাকুরগাঁও আদালতে সোর্পদ করা হয়েছে।
এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/নির্ঝর