বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার, ০৮ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় হোসেন আলী (৩২) নামে এক রোহিঙ্গা নিহত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী আবদুস সালামের ছেলে। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইলা নামে একজনকে অপহরণের অভিযোগে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে তা গোলাগুলিতে রূপ নেয়। এতে হোসেন আলী নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুইজনকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের পাহাড়ে পালিয়ে যায়। পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত