![ময়মনসিংহে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা শাওনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sowan_129195.jpg)
ময়মনসিংহ, ০৮ মার্চ, এবিনিউজ : গুলিবিদ্ধ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফ আল রাফী শাওন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।
যুবলীগ নেতা লিটন বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজধানী ইবনে সিনা হাসপাতলে শাওনের মৃত্যু হয়। বিকালে শাওনের লাশ ময়মনসিংহের বাড়িতে আনা হবে।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে শহরের মৃত্যুঞ্জয় স্কুলের সামনে গুলিবিদ্ধ হন শাওন। এর পর স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
কে বা কারা এবং কিভাবে শাওন গুলিবিদ্ধ হলেন তা নিয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশর ধারনা, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাওন শহরের চৌরঙ্গী মোড়ের এমএ কদ্দুসের ছেলে। তার বাবা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ