![সরকার বিএনপিকে কোনো হয়রানিও করছে না : নৌমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/sajahan_129446.jpg)
মাদারীপুর, ০৯ মার্চ, এবিনিউজ : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারে সরকারের কোনো হাত নেই। সরকার বিএনপিকে কোনো হয়রানিও করছে না। নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেফতার করছে বলে তিনি মন্তব্য করেন।
আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরে এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন , বিএনপি তাদের কর্মসূচির নামে গণতন্ত্রের আন্দোলনের নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। ধ্বংসাত্মক কাজে আওয়ামী লীগ জড়িত নয়। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজে জড়ায়নি। বিএনপির মতো মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেনি। বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলে মানুষ ভয় পায়।
সেখানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর মেয়র নুর-ই আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মমিন/জসিম