বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা নেই: কাদের

বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা নেই: কাদের

বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা নেই: কাদের

গাজীপুর, ১০ মার্চ, এবিনিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি বিএনপিকে পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা আওয়ামী লীগের নেই। বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। তারা আন্দোলন করতে পারবে না।

আজ শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন উন্নয়ন কাজের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করে বেগম জিয়াকে বের করবে সে আশা আসলে গুড়েবালি। ৯ বছরে যা করতে পারে নাই, তা ৯ মাসে করবে সেটা কেউ মনে করে না।

তিনি আরো বলেন, নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের আছে। এখন বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল বেটলের মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোনো বক্তব্য নেই। খালেদা জিয়ার মুক্তির এখতিয়ার সম্পূর্ণ আদালতের। তার দুর্নীতির প্রমাণ পেয়েই আদালত তাকে সাজা দিয়েছেন।

সেতু মন্ত্রী বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের কাজ ৭০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আশা করছি আগামী ঈদে যাত্রীদের আর যানজটের দুর্ভোগ পোহাতে হবে না।

এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএন/আলমগীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত