শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র করে তুলেছে : এইচ.টি ইমাম

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র করে তুলেছে : এইচ.টি ইমাম

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র করে তুলেছে : এইচ.টি ইমাম

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ১০ মার্চ, এবিনিউজ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম বলেছেন, আকাশে যুদ্ধ বিমান, জমিনে সশস্ত্র সৈনিক এই অবস্থায় ১০ লক্ষ জনতার উপস্থিতিতে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান ভাষণ দিয়েছিলেন। তার এই ঐতিহাসিক ভাষণে নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র করে তুলেছিলেন। বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হবে না।

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান কোথায় ছিলেন কি করেছেন তা আমার চেয়ে কেউ ভাল বলতে পারবে না। কারন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান আমার সাথে ছিল।

আজ শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাস্টমসের জয়েন্ট কমিশনার ড. তাজুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, মিডিয়া ব্যক্তিত্ব এফএম এ সালাম, সাবেক এমএনএ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল মান্নান আকন্দ, জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মালেক সরকার প্রমুখ।

পরে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত