![‘আজিজুল হক ছিলেন একজন মুক্ত চিন্তার রাজনীতিবীদ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/mp_abnews_129662.jpg)
বোচাগঞ্জ (দিনাজপুর), ১০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাসদ নেতা মরহুম আজিজুল হক রাজুল ছিলেন একজন মুক্ত চিন্তার রাজনীতিবীদ। তিনি এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে রাজনীতি করে গেছেন।
আজ শনিবার বিকেল ৫টায় বোচাগঞ্জ উপজেলা ১৪ দল আয়োজিত সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জাসদ নেতা মরহুম আজিজুল হক রাজুলের মশাল মার্কার নির্বাচনী প্রচারণা দেখে আমি সে সময় রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছিলাম। তার এই চলে যাওয়া আমাদের রাজনৈতিক অঙ্গণে যে ক্ষতি সাধিত হয়েছে তা পুরণীয় নয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রে তার বিচরণ ছিল। পেশায় শিক্ষকতার মানুষটি ছিলেন রাজনীতিবীদদের কাছে একজন আদর্শ রাজনৈতিক নেতা।
১৪ দলের বোচাগঞ্জ উপজেলা শাখার সম্বনয়কারী ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুম রাজুলের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হক প্রধান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান আল আমিন, জেলা জাসদের কেন্দ্রীয় উপদেষ্ঠা এ্যাডভোকেট ইমামুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারন সম্পাদক ও জেলা ১৪ দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বোচাগঞ্জ উপজো পরিষদ চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ১৪ দলের সদস্য মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক হবিবর রহমান, ওয়ার্কাস পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, যুগ্ম-সম্পাদক আবু তাহের মো. মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী।
এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি