![রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/hotta-kopiye_129716.jpg)
রাঙ্গামাটি, ১১ মার্চ, এবিনিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। আজ রবিবার সকালে বাঘাইছড়ি থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত নতুন মনি চাকমা (৪২) বালুখালী গ্রামের প্রয়াত বাত্যা চাকমার ছেলে।
নিহতের স্ত্রী পঞ্চলক্ষ্মী চাকমা জানিয়েছেন, রাতে সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শনকে সঙ্গে নিয়ে বিছানাপত্রসহ বাড়ির পাশে লিচু গাছের নিচে ঘুমাতে যায় তার স্বামী নতুন মনি চাকমা। এক পর্যায়ে মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তিনি বাড়ির বাইরে গিয়ে গাছের নিচে তার স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। ওই সময় অমর রতন চাকমাকে সেখানে দেখতে পাননি তিনি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে নতুন মনি চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ