![বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবেনা: কাদের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/kader_abnews_129725.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১১ মার্চ, এবিনিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ৯ বছর আন্দোলন করে তারা ব্যর্থ। দেশের জনগণ তাদের আন্দোলনে সারা দেয়নি। গণতন্ত্র রক্ষা করার নামে আন্দোলন করার কিছু নেই। গণতন্ত্র আছে, থাকবে। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবেনা।
আজ রবিবার বেলা ১১টায় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী ২য় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের দাউদকান্দিতে গোমতী সেতুর সুপারষ্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব বলেন।
সেতু মন্ত্রী উল্লেখ করে বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি ককটেল বোমা দিয়ে মানুষ হত্যাসহ দেশের সম্পদ নষ্ট করেছে। সারাদেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে আতংক স্বৃষ্টি করেছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণ কাকে চায় সে সিদ্ধান্ত জনগণই নিবে। দেশের মানুষ শেখ হাসিনার সরকারের প্রতি খুশি।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবেনা এ বিষয়ে সরকারেরর কোনো মাথা ব্যাথা নেই। বিএনপি দেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনের বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আর নির্বাচন নিয়ে তাদের বেশামাল কথাই ইঙ্গিত করে তাদের পায়ের তলায় মাটি নেই।
সেতু নির্মাণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনটি সেতুরই নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাজটের দৃশ্যপট বদলে যাবে। জনগণকে অনুরোধ করবো আরো কিছুদিন ধৈর্য্য ধরুণ। সেতু তিনটি নির্মাণ হলে মহাসড়কে দুর্ভোগ কমে আসবে এবং যাতায়াতের সময় কমে আসবে। পথের ঝুঁকি-ঝামেলা অনেক হ্রাস পাবে।
তিনি আরো বলেন, জন্মেরও একটা কষ্ট থাকে। এ তিনটি সেতু একসাথে নির্মাণ করা হচ্ছে। সময় একটু লাগবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, ভাইস চেয়ারম্যান এনামুল হক এসডু, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার প্রমুখ।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি