মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

গফরগাঁওয়ে গাঁজাসহ গ্রেফতার

গফরগাঁওয়ে গাঁজাসহ গ্রেফতার

ময়মনসিংহ, ১১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ র‌্যাব ১৪-এর একটি দল। পরে আটক মাদক ব্যবসায়ীকে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী রেল ক্রসিং এলাকার বাসিন্দা বাদশা মিয়া দীর্ঘদিন ধরে বসতবাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে ব্যবসা করে আসছিলেন। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব ১৪ এর একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে বাদশা মিয়াকে আটক করে।

এ সময় বাদশা মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার গাঁজাসহ বাদশা মিয়াকে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, আজ রবিবার মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত