![রাজবাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/arrest_abnews_129836.jpg)
রাজবাড়ী, ১১ মার্চ, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকা থেকে ২৫২ গ্রাম ওজনের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাপলা বেগম (২৮)কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত শাপলা রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নীল চাদের স্ত্রী।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানান, পরিদর্শক ধনঞ্জন চন্দ্র দেবনাথ, উপ পরিদর্শক মো. এনামুল হকসহ একটি রেইডিং টিম নিয়ে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ মোড় শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামে অভিযান পরিচলনা করেন।
এসময় শাপলা বেগমের বসতঘর থেকে ২শ ৫২ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ২৫ লক্ষ বিশ হাজার টাকা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত শাপলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি