![নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/banduk-judda-rab_129875.jpg)
নারায়ণগঞ্জ, ১২ মার্চ, এবিনিউজ : নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ২ নৌ ডাকাত নিহত হয়েছে।
আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নৌ ডাকাতের দল জিল্লুর বাহিনীর নেতা জিল্লুর এবং তার এক সহযোগী।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ‘নৌ ডাকাত সরদার’ জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোলাগুলির ঘটনায় র্যাব-১১-এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ