শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর, ১৩ মার্চ, এবিনিউজ : গাজীপুর মহানগরে কলেরবাজার দা‌ক্ষিণখান এলাকায় দেহ থেকে মাথা বি‌চ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

আজ মঙ্গলবার সকালে ওই এলাকার ‌থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

জয়দেবপুর থানাধীন পূবাইল পু‌লিশ ফাঁ‌ড়ির সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) শাহীন মিয়া বলেন, সকালে কলেরবাজার দা‌ক্ষিণখান এলাকায় ওই যুবকের মাথা বি‌চ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পু‌লিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত যুবককের দেহ থেকে মাথা বি‌চ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে ছিলো। শরীরের বি‌ভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে গলাকেটে হত্যার পর দেহ থেকে মাথা বি‌চ্ছিন্ন করে ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহতের পরণে জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে। নিহতের নাম-প‌রিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।‌

এবিএন/অালমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত