
হাটহাজারী (চট্টগ্রাম), ১৩ মার্চ, এবিনিউজ : হাটহাজারীতে একই বাড়ীর দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে দক্ষিণ কুইয়াশ শাহ আলমের বাড়ী থেকে ধর্ষক মো. হোসেন (৩৬)কে আটক করেছে মডেল থানা পুলিশ।
মডেল থানার এসআই নাজমুল এবং আনিস আল মাহমুদ বলেন, চলতি মাসের ৬/৭ তারিখের দিকে দক্ষিণ কুইয়াশ শাহ আলমের বাড়ীতে ৭ এবং ৭ বছর বয়সের দুই শিশুকে একই বাড়ীর হোসেন একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
পরে ধর্ষণের স্বীকার শিশুদের পরিবারের লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশংকাজনক অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।
এ দিকে গতকাল সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কে আটক করে থানা নিয়ে আসি। এ ঘটনায় ধর্ষিতাদের পরিবার বাদী হয়ে মডেল থানায় মামলা দাখিল করেছেন।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/আলাউদ্দীন/জসিম/এমসি