বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন দাবী: ৬জন গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন দাবী: ৬জন গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন দাবী: ৬জন গ্রেফতার

দাউদকান্দি(কুমিল্লা) , ১৪ মার্চ, এবিনিউজ : প্রেমের ফাঁদে ফেলে দুই লাখ টাকা মুক্তিপন দাবী। দিনভর আটকে রেখে দুই যুবককে নির্যাতন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে দাউদকান্দির গৌরীপুর পাতাতা রেস্তোরায় অভিযান চালিয়ে যুবতি ও ম্যানেজারসহ অপরাধ চক্রের ৬ সদস্যকে আটক এবং দুই যুবককে উদ্ধার করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।

চক্রের সাথে ম্যানেজার জড়িত। ম্যানেজার ও যুবতীসহ অপরাধ চক্রের ৬ সদস্যকে আটকসহ গৌরীপুর ফাঁড়ী পুলিশ। এ ঘটনায় রাতেই দাউদকান্দি মডেল থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার পুনিয়াটন গ্রামের নবীর হোসেনের স্ত্রী সাথী আক্তার দিয়ানা (২০) গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দীঘলগাও গ্রামের মোখলেছুর রহমানের পুত্র দুবাই প্রবাসী ইসমাইলকে মোবাইল ফোনে গৌরীপুর পাতাতা রেস্তোরায় আমন্ত্রণ জানায়।

এর দুই দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের আলাপ পরিচয় হয়। ইসমাইল তার বন্ধু একই উপজেলার শ্রীকামতা গ্রামের আবুল হাসেমের পুত্র রবিউল হোসেনকে (২২) সাথে নিয়ে আসে গৌরীপুর পাতাতা রেস্তোরায় আসে। তাদের দুজনকে পাতাতা রেস্তোরায় নেওয়ার পর পূর্ব পরিকল্পনা মোতাবেক সাথী ও নবীর হোসেনের সহযোগী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মো: মফিজুল হকের ছেলে মো: নাজমুল হক নাদিম (১৯), আনোয়ার সরকারের ছেলে আতিকুর রহমান শাওন (১৯)।

জিয়ারকান্দি গ্রামের তাহের মোল্লার ছেলে তাহমিদুল আলম নিয়াজ (১৯) এবং পাতাতা রেস্তোরার ম্যানেজার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ী গ্রামের মৃত: আবুল হাসেমের ছেলে আবুল কালাম (৩৫)সহ আরো কয়েকজন তাদেরকে কৌশলে পাতাতা রেস্তোরায় আটকে রেখে নির্যাতন করে এবং তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। যুবকদ্বয় তাদের সম্মান বাচানোর জন্য বিকালে আরেক বন্ধু শাকিলকে টাকা নিয়ে গৌরীপুর এসে তাদেরকে মুক্ত করার অনুরোধ করেন।

টাকা নিয়ে আসতে দেরি হওয়ায় তাদের উপর শারিরিক নির্যাতনের মাত্রাও বাড়তে থাকে। গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য আ,স,ম আব্দুন নুর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গৌরীপুর পাতাতা রেস্তোরা থেকে দুই যুবককে উদ্ধার করেন এবং ওই রেস্তোরার ম্যানেজার ও যুবতীসহ এ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, প্রেমের প্রলোভন দেখিয়ে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার দুই যুবককে গৌরীপুর পাতাতা রেস্তোরার একটি কক্ষে আটকে রেখে তাদের পরিবারের নিকট দুই লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে, এ সংবাদের ভিত্তিতে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য আ,স,ম আব্দুন নুর সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ওই রেস্তোরায় অভিযান চালিয়ে দুই যুবককে উদ্ধার করেন । যুবতীসহ এ চক্রের ৬জনকে গ্রেপ্তার করেন।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত