![ময়মনসিংহে র্যাবের অভিযানে এক অপহরনকারী অাটক: অপহৃত উদ্বার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/mymenshing-kidnaper-atok_130273.jpg)
ময়মনসিংহ, ১৪ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের র্যাব-১৪ গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্বার করেছে। এ সময় অপহরন চক্রের এক সদস্যকে অাটক করা হয়।
গত ৯মার্চ গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের ০৪ দিন পর ব্যবসায়ী আরিফুল ইসলামকে(৩২) নেএকোণার পূর্বধলার শ্যারমগন্জ থেকে উদ্ধার করেছে র্যাব-১৪।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৯ মার্চ গাজীপুরের কালিয়াকৈর থেকে পোল্ট্রি ও ফিড ব্যবসায়ী অারিফুল ইসলামকে অপহরন করে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে ।
অপহৃতের স্ত্রী রেবেকা র্যাবের কাছে অভিযোগ করলে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অপহরনকারীদের অবস্থান সনাক্ত করে।
পরবর্তীতে ১২মার্চ রাতে ভিকটিমের স্ত্রী মুক্তিপণ বাবদ ৫লক্ষ টাকা প্রদানের জন্য ময়মনসিংহেরর ত্রিশালর ধলা এলাকায় গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র্যাব সদস্যরা মোঃ রুবেল হোসেন(২৬) নামের এক অপহরনকারীকে অাটক করে।
পরে অটককৃত রুবেলের দেওয়া তথ্য মতে আজ বুধবার ভোর রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শ্যামগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী অারিফুলকে উদ্বার করা হয় ।
এসময় অপহরনকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
অাটককৃত অাসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব -১৪ সহকারী পরিচালক এএসপি মোঃ হাফিজুর ইসলাম বাবু।
এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর