![স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মসমর্পণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/shatkhira_abnews24_130278.jpg)
সাতক্ষীরা, ১৪ মার্চ, এবিনিউজ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন।
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে ওই ব্যক্তি কালিগঞ্জ থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
নিহত নাসিমা খাতুন (৩৫) রঘুনাথপুর গ্রামের জালাল সানার স্ত্রী। জালাল দিনমজুরের কাজ করতেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, নাসিমা ও জালালের সংসারে দুই মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তার আচরণও কিছুটা অসংলগ্ন ছিল। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তিনি দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। পরে থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে।
নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ