
মদন (নেত্রকোনা) , ১৫ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদনে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ হাসনপুর গ্রামের উরম আলীর ছেলে ডালিমের নিকট থেকে ১৩০ পিছ ইয়াবা ও ৬নং তিয়শ্রী ইউনিয়নের কিতাব আলীর ছেলেকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ এস আই আব্দুল হাই ঠাকুর জানায়, আমি সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করি। আটককৃত ডালিমের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
এবিএন/তোফাজ্জল হোসেন /জসিম/নির্ঝর