রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
মঈন ফারুক’র কবিতা

দুটি হাত

দুটি হাত

দুটি হাত

মঈন ফারুক

মনের শিকড় হয়ে শরীর বেয়ে নামে একরাত্রি হাহাকার,

হাহাকারে চোখ বাঁধা রাতের ভেতর করাতের শাণ,

করাতে কান পাতে ঘোরকাটা অভিমান,

অভিমানে ভাঙ্গা মন চুপচাপ

মনের সিঁড়ি বেয়ে বেদনারা উঠে আসে বিষাদের বহুতলে,

বহুতলে কাঁদছে মন কাটা আঘাতে ঐ দুটি হাত,

হাত দুটি একহাতে খুঁজে ফেরে অবসাদ,

অবসাদে ভাঙ্গা মন চুপচাপ

এমনি করে রাত্রি এলে মনের ঘরের দুয়ার খুলে

হাত দুটি কয় অমানিশার বীণার তারে থাকছি ঝুলে।

(সংগৃহীত)

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত