লক্ষ্মীপুর, ১৫ মার্চ, এবিনিউজ : লক্ষ্মীপুরের শাহাপুর পৌরশহীদ স্মৃতি সড়কের জামায়াতের সুরা সদস্য মাওলানা রুহুল আমিন পাটোয়ারীর বাড়িতে সাথি নামের এক গার্মেন্টস কর্মীকে দুই দিন যাবৎ আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
ওই বাড়িতে অবস্থানরত পার্বতীনগর মাছিমপুরের মুহুরী ফেরদৌস, বেলালসহ ৪/৫ জন তার উপর এ অমানবিক নির্যাতন চালায় বলে সাংবাদিকদের ওই গার্মেন্টস কর্মী জানায়।
নির্যাতিতা ওই গার্মেন্টস শ্রমিক ৬ মাসের অন্ত:সত্ত্বা। স্বামীর খোঁজে চট্রগ্রাম থেকে লক্ষ্মীপুরে আসেন তিনি। আশ্রয় দেওয়ার নামে লম্পটরা তাকে গণধর্ষণ করে বলে জানান তিনি। ঘটনার পর গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
নির্যাতনের শিকার ওই গার্মেন্টস শ্রমিক অভিযোগ করে বলেন, স্বামীর সন্ধানে গত সোমবার দুপুরে তিনি লক্ষ্মীপুরে আসেন। তাকে সহযোগিতা ও আশ্রয়ের কথা বলে জামায়াত নেতার বাসার ভাড়াটিয়া ফেরদৌস তাকে ওই বাসায় নিয়ে যায়। এরপর রাত ৮টার দিকে ওই বাসায় তাকে কয়েকজন জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর আবার রাতে সাড়ে ১১টার দিকে ফেরদৌসসহ ৩ জন তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণেরর জন্য তাকে মারধর করে। পরে দফায় দফায় তাকে ধর্ষণ করে। এতে সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরে সে পালানোর চেষ্টা করলে তাকে মারধরসহ ক্ষত-বিক্ষত করে।
এক পর্যায়ে সে পালিয়ে স্থানীয়দের সহায়তায় পরদিন নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গতকাল বুধবার সন্ধ্যায় সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে এ বিষয়ে কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় নির্যাতিতা ওই গৃহবধু। এ দিকে ঘটনার পর থেকে ফেরদৌস, বেলালসহ অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। ফলে পুলিশ কাউকেই আটক করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
এ দিকে সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, ঘটনাকে ঘিরে ভিকটিমের অভিযোগ গ্রহণ, ডাক্তারী পরীক্ষাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি