শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কক্সবাজারে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

কক্সবাজারে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

কক্সবাজার, ১৬ মার্চ, এবিনিউজ : কক্সবাজার সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পাহাড়ি এলাকার একটি ঝোপের পাশে লাশ দুটি পাওয়া যায়।

নিহতদের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজ উদ্দিন বলেন, সকালে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ওই ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ তারা জানতে পারেননি। প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, অন্য কোথাও হত্যার পর দুজনের লাশ ওই ঝোপের মধ্যে ফেলে গেছে খুনিরা।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত