ঢাকা, ১৬ মার্চ, এবিনিউজ : আজ ০২ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ১৬ মার্চ ২০১৮, রোজ শুক্রবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর রসুর (পরশুরাম) জন্ম।
১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ সৈয়দ আলতাফ হোসেনের জন্ম।
১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে হিটলার ভার্সাই চুক্তি ভঙ্গ করে বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনর্প্রবর্তন করেন।
১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল জয়ী (১৯০৯) সুইডিস সাহিত্যিক সেলমা লাগেরল্যোফ- এর মৃত্যু।
১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত নভোচারীরা ৩৫ মিলিয়ন মাইল প্রদক্ষিণ সম্পন্ন করে।
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি অর্থনীতিবিদ ঝাঁ মোনের মুত্যু।
এবিএন/জসিম/নির্ঝর