বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নোয়াখালী, ১৬ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের সন্দীপের সীমান্তবর্তী চর এলাহী ইউনিয়নের চর আমজাদে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন জলদস্যু। তার নাম ইব্রাহিম। নিহত ইব্রাহিম মাঝি ওই এলাকার চেরাজ কামলার ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে এলাহী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে ইব্রাহিম ও তার সহযোগীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় আনা হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত