বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ফরিদপুর, ১৬ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার দুই ভাতিজা।

উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল ফকিরের (৫৫) বাড়ি ওই এলাকায়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, একখণ্ড জমি নিয়ে আব্দুল ফকিরের সঙ্গে তার দুই ভাতিজা হাফিজ ফকির ও মফিজ ফকিরের বিরোধ ছিল। সকালে এ নিয়ে তাদের মধ্যে কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ভাতিজারা আব্দুল ফকিরকে ছুরি দিয়ে কোপালে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা আবদুল ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজ ও মফিজ গদারধর গ্রামের রমজান ফকিরের ছেলে। ঘটনার পর তারা পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানায়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত