![বিচার বিভাগকে শ্রদ্ধা করতে জানেনা বিএনপি : আনিসুল হক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/anisul-haque_130679.jpg)
ব্রাক্ষণবাড়ীয়া, ১৬ মার্চ, এবিনিউজ : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি বিচার বিভাগকে সম্মান করতে জানেন না। বিচার বিভাগ হচ্ছে তিনটি স্তম্ভের একটি। এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।
আজ আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়ি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী, আল বদর, রাজাকারদের অত্যাচার নির্যাতন দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দেবে।
এসময় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ সহ প্রমুখ।
এবিএন/মমিন/জসিম