শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নরসিংদী, ১৮ মার্চ, এবিনিউজ : নরসিংদীর শিবপুর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

আটকৃত ইয়াবা ব্যাবসায়ীর নাম রেদোয়ান (২২)। তিনি চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার গারাঙ্গিয়া এলাকার মৃত শফিউল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানিক দল এই অভিযান চালায়।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, বিভিন্ন সূত্রে আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধইে গোয়েন্দা তৎপড়তা অব্যাহত ছিল। এক পর্যায়ে জানতে পারি শিবপুরের ইটাখোলায় একটি ইয়াবার চালান বিনিময় হবে। তারপর সেই এলাকার আশেপাশে অবস্থান নেই আমারা। এক পর্যায়ে ইটাখোলা আল মক্কা হোটেলের সামনে থেকে একটি স্কুল ব্যাগ কাধে ঝোলানো এক যুবক কে আটক করি। এসময় তার ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত ও তাদের চক্ররা কক্সবাজার থেকে সরাসরি ইয়াবার চালান নরসিংদী ও এর আশেপাশের এলাকায় সরবারহ করতো।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। তারই অংশ হিসেবে কক্সবাজার কেন্দ্রিক এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাস আটক হয়েছে। ইহা নরসিংদীতে এ যাবৎকালে আটককৃত ৩য় বৃহত্তম মাদকের চালান। ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় আজ দুপুরে শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত