শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ, ১৮ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সাড়ে তিন মণ গাঁজাসহ ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা ও জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মানকোন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ মেম্বার বাবুল,সহযোগি সুরুজ আলী ও কাউসার আলী।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও মুক্তাগাছা থানা পুলিশের পৃথক অভিযানে গতকাল শনিবার দিবাগত রাতে মুক্তাগাছার মানকোনের বাদে মাঝিরা এলাকায় বাবুল মেম্বারের বাড়ি থেকে দেড় মণ জেলা গোয়েন্দা পুলিশ এবং একই সময়ে মুক্তাগাছা থানা পুলিশ পৃথক সংবাদে তার সহযোগি সুরুজ আলীর বাড়ি থেকে দুই মণ গাঁজা, ব্যবহৃত পিকআপ জব্দ এবং তিন জনকে গ্রেপ্তার করে।

বাবুল মেম্বারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মুক্তাগাছা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

আজ রবিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম এসব তথ্য তুলে ধরেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম নেওয়াজী, জয়িতা শিল্পী, মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মোল্লা ও জেলা গোয়েন্দা কর্মকর্তা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত