
জলঢাকা (নীলফামারী) , ১৮ মার্চ, এবিনিউজ : নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যারা অস্বীকার করে অন্ধকারে ঢিল মারছেন তারা মনের ভিতরে কালো মেঘ দুর করুন, আলো দেখা যাবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছেন এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। জলঢাকা মহিলা কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আজ রোববার দুপুরে পৌর শহরের পান্থাপাড়া এলাকায় ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সভাপতি দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন দিনাজপুর মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, ভাইস প্রিন্সিপাল হেমায়েত আলম, শ্রমিকলীগ সভাপতি জসির উদ্দীন, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, ওলামা লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক। ঠিকাদারী প্রতিষ্ঠান মহসেনা এন্টারপ্রাইজ কলেজর একাডেমিক ভবনের নির্মান কাজ করছে।
এবিএন/মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/নির্ঝর